“ধর্ম যার যার-রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যককে সামনে রেখে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডঃ রাণা দাস গুপ্তের উপর চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী একের পর এক মন্দির ভাংচুর অগ্নিসংযোগ, জোর পূর্বক নাবালিকা ধর্ষণ ও ধর্মান্তর করণ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শনিবার সকালে ময়মনসিংহ নগরীর স্থানীয় গাঙ্গিনারপাড়স্ত শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডঃ বিকাশ রায়ের সভাপতিত্বে মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়ের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-মহানগর শাখার সভাপতি এডঃ প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, শ্রী যাদব সেন, এডঃ রাখাল চন্দ্র সরকার, শংকর সাহা, উত্তম চক্রবর্তী রকেটসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
Leave a Reply