৫ই মে বুধবার বিকাল ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ৪ঠা মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজার থেকে পর্নোগ্রাফি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি ডেস্কটপ কম্পিউটার, ৫টি স্পিকার, ৬টি কার্ড রিডারসহ অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হচ্ছে-মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২৩), মোঃ গফুর মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৬), মৃত সাহেব আলীর ছেলে মোঃ হৃদয় (২১), মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ বাদশা মিয়া। তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার বাসিন্দা। র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন-মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের উপর ভিত্তি করে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজারের তৈয়ব মার্কেটের সুজন কম্পিউটার, আনোয়ার কম্পিউটার ও বাজারের মফিজ মার্কেটের বাদশা কম্পিউটার নামক দোকানে অভিযান চালায়। এসময় ওই ৩ জনকে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার আরও বলেন-আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে এসব দোকান ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানালেন র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
Leave a Reply