হেফজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে ময়মনসিংহ পুলিশের দায়ের করা নাশকতর মামলায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী (৬৪)-কে ২রা মে রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার মাইজবাড়ির তার নিজ বাড়ি থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ অনুভূতি টিভিকে বলেন-গত ২৮শে মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙ্গচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার ঘটনায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে আটক করা হয়েছে। আটককৃত অপরজন হলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হক (৫২)-কে ময়মনসিংহ নগরীর ছোটবাজার এলাকা থেকে আটক করা হয়েছে। এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেছেন-আগের মামলায় আটক দেখানো হলেও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে নতুন আরেকটি মামলার প্রস্তুতি চলছে। সোমবার ৩রা মে রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply