সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ অতঃপর অভিযুক্ত যুবক আটক

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ১৫১৯ বার পঠিত

গতকাল ৩০শে এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকায় এক কিশোরী (১৬)-কে ধর্ষণ চেষ্টায় মোঃ শরীফুল ইসলাম মিন্টু (২৬)-নামের এক যুবককে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে।

এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় আজ শনিবার শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২১ইং। মামলার সূত্রে জানা গেছে যে, ভিক্টিমকে ৬ থেকে ৭ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে উত্যুক্ত করতো মিন্টু। পরে ভিক্টিম প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ওই দিন সন্ধ্যায় কিশোরীকে তার মামা মোনায়েম খান পাঠানের বাসার সামনে একা পেয়ে জোরপূর্বক ধরে ঘরের ভিতর নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে ভিকটিমের চিৎকার-চেচামেচিতে স্থানীয় এলাকাবাসী গিয়ে ভিক্টিমকে উদ্ধার করে। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। মিন্টুর বিরুদ্ধে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে ধর্ষককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শরীফুল ইসলাম মিন্টুর বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামে। তার পিতার নাম মোঃ আঃ ছালাম জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

এ জাতীয় আরো খবর..