২১শে এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে শাহিনুর আক্তার (১৬)-নামের দশম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে-গেল কিছুদিন যাবৎ শাহিনুর মানসিক সমস্যার পাশাপাশি কিছুটা বিচলিত ছিল। বুধবার বিকালে হঠাৎ করেই শাহিনুর অনেকটা টেনশন নিয়েই তার ঘরের ভিতর গিয়ে দরা আটকে দেয়। এ সময় শাহিনুরের মা বিষয়টি টের পেয়ে শাহিনুরের ঘরের দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করলে ভেতর থেকে শাহিনুর কোন সাড়া শব্দ করেনি। উপায় অন্তর না দেখে শাহিনুরের মা জানালা দিয়ে গিয়ে দেখে শাহিনুর গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকলে স্থানীয় গ্রামবাসী এসে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শাহিনুরের লাশ উদ্ধার করে। গফরগাঁ থানার (ওসি) তদন্ত মির্জা মাজাহারুল আনোয়ার বলেন-লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটানায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply