সময় যতো গড়াচ্ছে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে এই মহামারি থেকে দেশের সকল মানুষ কে বঁাচাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে সর্বাত্বক লকডাউন ঘোষণা করা হয় । অনেকেই মানছে না লকডাউন ও স্বাস্থ্যবিধি । আজ বৃহস্পতিবার বিকালে মৌগাছি বাজারে জনসাধারণ এর মাঝে মাস্ক বিতরণ করেন মৌগাছি ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান আল আমিন বিশ্বাস । সকল মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে সচেতন করা হয় এবং সকল কে আহ্বান জানান যেন তারা ঘরের বাইরে মাস্ক ছাড়া না আসে এবং সাস্থ্যবিধি যেন মেনে চলে। মাস্ক বিতরণ এর পরে চেয়ারম্যান আল আমিন বিশ্বাস সাংবাদিক দের বলেন আমি করোনার প্রথম থেকে সকল গরিব দুঃখী মানুষ কে বিভিন্ন ভাবে সাহায্য সহোযোগিতা করেছি এবং আগামী তেও করবো ।
Leave a Reply