হাফিজুর রহমান হাফিজ রাজশাহী
আজ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন এর খাল সংষ্করন করেন ইউপি চেয়ারম্যান ও সাধারণ কৃষক গন। রায়ঘাটি ইউনিয়নের হাটরা উষায়ের মৌজা পদ্ম বিল হতে মরা বিল দিয়ে ১২০০ ফিট খাল সংষ্করন করা হয় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়ঘাটি ইউনিয়ন এর চেয়ারম্যান ।এই খাল সংষ্করন এর ফলে ৫-৬ টি গ্রামের মানুষ রা উপকৃত হবে এর সাথে সাথে ২০০-৩০০ বিঘা জমির জলাবদ্ধতা দুর হবে। এই খাল সংষ্করন এর টাকা টা ইউপি চেয়ারম্যান ও সাধারণ কৃষক গন বহন করেন রায়ঘাটি ইউনিয়ন এর সাধারণ মানুষ আবারো খলিলুর রহমানকে চেয়ারম্যান হিসেবে চায় ।
Leave a Reply