রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

মোংলা বন্দর শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আজিজ মোড়ল, মোংলা (বাগেরহাট):
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৬৮ বার পঠিত

 মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘে বন্দরে জাহাজে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ শামীম হাওলাদার, উপ সচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলাম, বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এম এ বাতেন, মোঃ মহসিন, মোস্তাক আহমেদ মিঠু, কামরুজ্জামান জসিম, আফসার উদ্দিন রতন, মশউর রহমান, মাহাবুবুর রহমান টুটুলসহ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু। শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল কর্মচারীদের পাশে রয়েছে কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এই আয়োজন। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় প্রায় তিন হাজার শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 13 =

এ জাতীয় আরো খবর..