বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

মোংলা বন্দর চ্যানেলের ইনার বারের ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন।

 আজিজ মোড়ল, মোংলা বাগেরহাট প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫৬৭ বার পঠিত

বাগেরহাটের মোংলায় জয়মনির গোল নামক স্থানে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ ২০২১ (শনিবার) উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন, ইনারবার ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ শওকত আলী উপস্থিত ছিলেন। পশুর চ্যানেলের জয়মনির গোল থেকে বন্দর জেটি পর্যন্ত ১৯ কিলোমিটার এই ইনারবার খননের ফলে বন্দরের নাব্যতা সংকট নিরসন হবে। যার ব্যয় হবে ৭শ ৯৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

এ জাতীয় আরো খবর..