মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে আধুনিক দুটি টাগ বোট

আজিজ মোড়ল, মোংলা বাগেরহাটঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৮৭ বার পঠিত

 মোংলা সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৭০ টনের দুটি বোলার্ড পুল ক্ষমতা সম্পন্ন টাগ বোট যুক্ত হচ্ছে মোংলা বন্দরে।

হংকংয়ের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এই টাগ বোট নির্মাণ করবে। এলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ও হংকংয়ের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান চিওলি শিপ ইয়ার্ডের স্থানীয় প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিং লিঃ এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এই চুক্তি সম্পদয়ের মধ্যে দিয়ে যুগান্তকারী একটি প্রকল্পের সূচনা হতে চলেছে বলে বন্দর কর্তৃপক্ষ সুত্র জানায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের জন্য নির্মিতব্য ৭০ টনের এই টাগ বোট দুটি অত্যাধুনিক জাপানি ও ইউরোপিয়ান ম্যাশিনারিও যন্ত্রপাতি সংযোজিত হবে। টাগ বোট দুটি বন্দরে আগত যেকোন ধরনের বড় বৈদেশিক জাহাজের বার্থিং, টয়িং অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিংসহ অন্য জাহাজের দূর্ঘটনাকবলিত সেলভেজ সহযোগিতার জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। টাগ বোট দুটি বন্দরের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে এবং বন্দর কর্তৃপক্ষকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দরে পরিনত করতে অগ্রনী ভূমিকা রাখবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =

এ জাতীয় আরো খবর..