মোংলায় যথাযোগ্য মর্যাদায় মোংলা বন্দরে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৫ আগষ্ট রবিবার সকাল ১০ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে এই আলোক চিত্র দেখে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন।জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর প্রামাণ্য চিত্র ‘অসমাপ্ত কাব্যগ্রন্থ’ প্রদর্শন করা হয়। এসময় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আজ এই শোকের দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১ আগস্ট থেকে মাসব্যাপী নানামুখী কর্মসূচি হাতে নেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ।
Leave a Reply