মোংলায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারী আরিফুল ইসলাম(২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তার(১৯) কে আটক করেছে মোংলা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাত সাড়ে নয়টার সময় মোংলা বাসষ্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক এনে মোংলায় মাদক সেবনকারীদের কাছে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিত্বে মাদক আসার সম্ভাব্য স্পট গুলো পুলিশি তল্লাশি বৃদ্ধি করা হয়। শনিবার রাতে বাসষ্টানে সন্দেহভাজন একনারী ও পুরুষকে তল্লাশি করে তাদের কাছে থাকা ব্যাগ থেকে প্রায় দুই কেজি গাজা জব্দ করা হয়। এসময় পুলিশের টহল দলটি তাদের মাদকের চালানসহ মোংলা থানায় নিয়ে আসে। পুলিশের দাবী আটক দুই মাদক কারবারী দীর্ঘদিন এই পেশায় জড়িত রয়েছেন। মোংলার বিখ্যাত মাদক সম্রাঞ্জী বিউটির হয়ে তারা মাদক বহন করে আসছেন দীর্ঘ দিন যাবৎ। আটক আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। আর ফারজানা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী। মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী আরো জানান,আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। রবিবার তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে। ইতোপূর্বে আসামী আরিফুল ইসলাম এর বিরুদ্ধে মোংলা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply