প্রথম বারের মতো মোংলা ইপিজেডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। (৮ মার্চ) শনিবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিআইপি কারখানার উদ্যোগে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইপিজেডের নারী শ্রমিকেরা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি র্যালী বের করেন। ভারতীয় মালিকানা প্রতিষ্ঠান ভিআইপিতে কর্মরত কয়েকশ নারী এতে অংশ নেয়। প্রতিষ্ঠানের সামনেই কেক কেটে নারী দিবসেরর শুভ সূচনা করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, নারীদের অগ্রাধিকার দিয়ে মোংলা ইপিজেড’র ভিআইপি কারখানা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই ভিআইপি’র ৮টি কারখানায়, লাগেজ ও ব্যাগ তৈরী করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করছে, লাগেজ তৈরিতে ভিআইপি প্রতিষ্ঠান টি বিশ্বে ২য় স্থানে রয়েছে । এখানে কর্মরত ৬ হাজার কর্মির মধ্যে ৫ হাজারের বেশি নারী কর্মি কর্মরত আছে।
সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির বাংলাদেশের হেড অব এইচ আর মোঃ মিজানুর রহমান খান, প্লান্ট হেড শাহ নেওয়াজ আলম, এইচ আর অফিসার নুসরাত জাহান ও তানজিন তিশা এবং কমপ্লাইনস অফিসার মারুফা ছিদ্দিকাসহ অরো অনেকে। অনুষ্ঠান চরাকালে ইপিজেডে কর্মরক সকল নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply