সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

মোংলায় সেনাবাহিনীর সহযোগিতায় ৭০০ পরিবারকে ত্রান বিতরন।

আজিজ মোড়ল, মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬০৫ বার পঠিত

বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক মোংলায় চলমান করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে।

শনিবার (১৭ জুলাই ) সকালে মোংলা সিমেন্টের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি সুজি,এ প্রসঙ্গে মোংলা সিমেন্ট ও সেনা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম বলেন, এই পরিস্থিতিতে বাংলালিংক দেশের মানুষকে নিরবচ্ছিন্ন টেলি যোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকেও সর্বাত্মক সহায়তা করছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।আমি আশা করি, ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াবে।এসময় অন্যনের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও লেঃ কর্নেল এনামু্ল করিম, লেঃ কর্নেল নুরুন্নবী, ডিজিএম এডমিন, বাংলালিংকের রিজোনাল হেড মোঃ আবু সৈয়দ আসরাফু্ল কালাম, সিবিএর সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =

এ জাতীয় আরো খবর..