শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে গাজাঁসহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক।

আজিজ মোড়ল, মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৫৮ বার পঠিত

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ বেবী নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুড়িয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। মোংলা যৌথ বাহিনীর ইনচার্জ মোংলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নয়ন কুমার রাজ বংশী জানান, গোপন সংবাদের সুত্র ধরে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এসময় বেবী বেগম নামের এক মাদক ব্যাসায়ী ঘর তল্লাশি করলে সে সময় ঘর থেকে পালানোর চেষ্টা করলে মোংলা থানার মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজাঁ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার মাদক ব্যাসায়ী বেবী বেগমকে গাজাঁ ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। মোংলা থানায় তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। পরে থানায় ভ্রম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমান করা হয়। অনাদায় আরো ১৫ দিনের সাজার নির্দেশ প্রদান করে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ, পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ নৌবাহিনী, কোষ্টগার্ড ও মোংলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + three =

এ জাতীয় আরো খবর..