মোংলা ঈদুল আজহাকে সামনে রেখে মোংলার চটেরহাটে জমে উঠেছে গরু কেনাবেচা।
সরকারী নির্দেশনা মেনেই পশুর হাট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন হাটের ইজারাদ মোস্তফা কামাল। তিনি আরো বলেন ক্রেতা- বিক্রেতা, হাট কমিটি, স্বেচ্ছাসেবক কর্মীদের এই মহামারি করোনার হাত থেকে রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও শিশু-বৃদ্ধা এবং অসুস্থদের হাটে আসতে দেয়া হচ্ছে না। সোমবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও ভূমি অফিসার নয়ন কুমার রাজবংশী বাজার পরিদর্শন করেন। বাজারে গরু ছাগলের অসুস্থতার কথা বিবেচনা করে সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। জাল টাকা শনাক্ত করতে সোনালী ও অগ্রনী ব্যাংক কর্মকর্তারা অবস্থান করছেন। স্বাস্থ্য সচেতনতায় কাজ করছেন ব্র্যাক ও লজিক প্রকল্পের সদস্যবৃন্দ। হাটের ইজারাদার মোস্তফা কামাল ইজারাদার জানান, এই হাটে প্রচুর গরু, ছাগল এসেছে। সবকিছু ঠিক থাকলে আরও বেশি পরিমাণ কোরবানির পশু কেনা-বেচা হবে। বাজারের সেরা গরু (রাজাবাবু) দাম চেয়েছেন ৪ লক্ষ টাকা। হাট ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেনাবেচায় উভয়ে খুশি হতে পারছেন।
Leave a Reply