মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী’ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলার সমাপনী দিনে স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে মোংলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ আব্দুর রহমান, মেয়র মোংলা পৌর্ট পৌরসভা, উপজেলা ভাইস চেয়ারম্যান- ইকবাল হোসেন, আরো উপস্থিত ছিলেন, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সপ্তাহব্যাপী মেলা সার্বিক পরিচালনা ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ওয়াসিম আকরাম এর নেতৃত্বে সপ্তাহব্যাপী স্টল পরিচালনা করেন, মোঃ আমির হামজা সেলিম, (এলএফএ), শামীম হোসেন (এলএফএ), মোঃ শাহ্ আলম (ফর্ডার গার্ড), মোঃ জুয়েল শেখ (এফএফ) এবং সকল (এলএসপি) গণ।
Leave a Reply