ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে প্লাবিত হয়েছে বাগেরহাট জেলার মোংলাসহ বেশ কিছু অঞ্চল।
জলোচ্ছ্বাসের প্রভাবে মোংলার প্রায় সাড়ে ৮শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার (২৬ মে) এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দূর্গতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি খাদ্য সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও কমলেশ মজুমদার। সরোজমিনে দেখা মেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মতৎপরতা। ডোর টু ডোর গিয়ে এলাকাবাসীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা ও পরামর্শ দিয়েছেন। আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার চিড়া মুড়ি বিতরণ করেছেন তিনি এবং রাতে খাবারের জন্য প্রতিটি আশ্রয় কেন্দ্রে খে খিঁচুড়ি এর ব্যবস্থা করেছেন। দুর্যোগ কালে এলাকাবাসী এমন একজন নিবেদিত প্রাণ মানুষকে পাশে পেয়ে মনোবল স্থির করতে পেরেছেন বলে জানান কানাইনগর এলাকার রাজিব রাজু।
Leave a Reply