আলহাজ্ব মোঃ কামরুজ্জামান জসিম, মোংলায় অন্যতম প্রথম সারির করোনা যোদ্ধা। কি দিন, কি রাত নিরন্তর ছুটে চলেন করোনা আক্রান্তের বাড়িতে বাড়িতে। প্রথম পর্যায়ে ৪০ টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেন ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা।
মোংলা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব কামরুজ্জামান জসিম। মোংলা উপজেলা ও পৌর শহরের যে কোনো এলাকা থেকে ০১৭১০-২৬০৫৬৫ নম্বরে ফোন করলেই তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় পৌঁছে দেন অক্সিজেন সিলিন্ডার। অসহায় গরীব করোনা আক্রান্ত ব্যক্তিদের ও ওষুধ সেবা দিয়ে আসছেন।
ইতোমধ্যে প্রায় দেড়শত লোকদের এই সেবা দেয়া হয়েছে। করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল দাফন-কাফন ও হিন্দু সম্প্রদায়ের মৃত লোকদের শেষকৃত্যে ও তার সহায়তা লক্ষনীয়। তার ডাকে অনেক বিত্তবান লোক এগিয়ে আসলে ও এই মহামারীতে মোংলার অলিতে গলিতে তাকেই পাওয়া যায়। এই করোনা কালে তার অবদান অনস্বীকার্য।
Leave a Reply