আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং কুলকাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (সরই) মেম্বার পদপ্রার্থী জনাব বেল্লাল হোসেন মোল্লার নির্বাচনী উঠান বৈঠক পূর্ব সরই মিন্টু হাওলাদারের বাড়িতে মোঃ সোহরাফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের Lokman Hossain, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সোহাগ তালুকদার, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রুবেল ফকির, পূর্ব সরইর বাসিন্দা মোঃ কালু হাওলাদর, মোঃ মনির হাওলাদার, যুগল দাশ, শিশু দাশ, সুমন দাশ, বিমল মালাকার, শ্যামল মালাকার, অনুপ দাস, মোঃ হান্নান হাওলাদার, মোঃ জাহিদ খান, মোঃ মুরাদ তালুকদার, পশ্চিম সরই বাসিন্দা মোঃ বারেক মোল্লা, মোঃ কামাল হাওলাদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন। এ সময় বক্তারা বলেন, “, বেল্লাল হোসেন মোল্লা এমন এক ব্যাক্তি যাকে আমরা দিন রাত ২৪ ঘন্টা সেবক হিসেবে পাশে পাই, সুখ দুঃখে সাথি হিসেবে পাশে পাই। তিনি নির্বাচিত হলে আমাদের গ্রামকে কুলকাঠী ইউনিয়নের মধ্যে একটি উন্নতশীল গ্রাম হিসেবে গড়ে তুলতে পারবে। বেল্লাল মোল্লা একজন দক্ষ ও যোগ্য ব্যাক্তি। তার বিচক্ষণতা অন্য সব প্রার্থীদের থেকে তাকে এগিয়ে রেখেছে। আমরা সকলে দলবল নির্বাশীষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। (ইনশাল্লাহ) আমরা তার সাথে আছি, থাকবো এবং নির্বাচিত করে বিজয় মিছিল নিয়ে ঘরে তুলবো। মেম্বার পদপ্রার্থী বেল্লাল হোসেন মোল্লা বলেন, “আমি আল্লাহর রহমতে মেম্বার নির্বাচিত হলে, আমি আপনাদের সাথে নিয়ে এলাকার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার আশা রাখি।
Leave a Reply