ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, ‘মামি-র অধ্যক্ষের দায়িত্ব পালন করে গভীরভাবে সমৃদ্ধ হয়েছি। একজন শিল্পী হিসেবে গোটা বিশ্বের চলচ্চিত্র ও মেধাবীদের মুম্বাই শহরে একত্র করার অভিজ্ঞতা হয়েছে আমার। কিন্তু আমি বুঝতে পারছি, মামি-র জন্য যে নিষ্ঠা ও মনোযোগের প্রয়োজন, তা হয়তো আমি দিতে পারব না। কাজের চাপ রয়েছে অনেক। তাই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। মামি’র সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে তার। সারা জীবনের জন্য।
ভারতে সম্প্রতি ঘোষিত লকডাউনের আগে ‘পাঠান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন দীপিকা। এতে দীপিকার সহশিল্পী শাহরুখ খান ও জন আব্রাহাম। ঋত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া অমিতাভ বচ্চনের সাথে ‘ইন্টার্ন’ ছবির কাজও শুরু করেছেন তিনি। সামনে ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে দীপিকাকে। মুক্তির অপেক্ষায় আছে ‘৮৩’। শকুন বাত্রার একটি ছবিতেও অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে বলিউডের ‘পদ্মাবতী’কে।
Leave a Reply