সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা পেলেন ঠাকুরগাঁবাসী।

মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিআরটিএ’র বিশেষ সেবা পেয়েছেন জেলার ১২’শত আটজন সেবা গ্রহিতা। জেলা বিআরটিএ কর্তৃক আয়োজিত বিশেষ সেবা সপ্তােহে’র সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানান ঠাকুরগাঁও-পঞ্চগড় সার্কেল এর সহকারি পরিচালক ইঞ্জিঃ উসমান সরওয়ার আলম। বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহে’র আনুষ্ঠানিক উদ্বোধনে বিআরটিএ ঠাকুরগাঁও-পঞ্চগড় সার্কেল এর মোটরযান পরিদর্শক (অঃদাঃ) উত্তম কুমার দেবশর্মা, জেলা ট্রাফিক অফিসের ট্রাফিক ইন্সপেটর মোঃ ফারুক সহ জেলা মটর মালিক সমিতি ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিআরটিএ ঠাকুরগাঁও ও পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলম বলেন, মুজিববর্ষ উপলে আয়োজিত এ সেবা সপ্তাহে আমরা ইউজার নিবন্ধন করেছি ৫০৭ জনের, লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছি ১১৮ জনকে, মোটর সাইকেল রেজিস্ট্রেশনকৃত স্মার্টকার্ড প্রদান করেছি ৩৭৪ জনকে এবং ডিজিটাল নাম্বার প্লেট প্রদান করা হয়েছে ২০৯ জনকে। সেবা সপ্তাহে ঠাকুরগাঁওবাসির ব্যাপক সাড়া পাওয়া গেছে, সেবা সপ্তাহ সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা সেবা গ্রহিতা নজরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও বিআরটিএ মুজিববর্ষ উপলে বিশেষ সেবা প্রদান করছে জানতে পেরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং খুব দ্রুত রানার ড্রাইভিং লাইসেন্স হাতে পাই। ঠাকুরগাঁওয়ের শামীম অটো’র ম্যানেজার সুজন কুমার জানান, বিআরটিএ’র এ বিশেষ সেবা সপ্তাহে স্বল্প সময়ে আমাদের দোকানের বেশ কিছু গাড়ীর রেজিষ্ট্রেশন করা সম্ভব হয়েছে। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই উপকৃত হয়েছে। সর্বোপরি ঠাকুরগাঁও বিআরটিএ’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

এ জাতীয় আরো খবর..