গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৬ জানুয়ারী) জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন। কমিটিতে আতিক হাসান মিল্লাতকে সভাপতি ও মামুন-আর-রশিদ সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে হাবিবুর রহমান, সৌরভ হাসান উজ্জল ও জাকির হোসেন টমাসকে। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মুরাদ সরকার মিকাত, নাজমুল হক জুলিয়াস ও রাফিউজ্জামান শাকিলকে। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নাজিবুর রহমান নয়ন, নজরুল ইসলাম ও রুবেল মিয়া। নতুন কমিটি অনুমোদন দেয়ায় বুধবার বেলা ১টায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের উদ্যোগে এক স্বাগত মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply