নওগাঁর মহাদেবপুরে র্যাবের অভিযানে গাঁজা ভর্তি ট্রাক আটক। এ ঘটনায় চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে র্যাব-৫ বাদী হয়ে থানায় মামলা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ২৮ মে শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৫ রাজশাহী সিপিএসপি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন অফিসার মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা চৌমাশিয়া মোড় এলাকায় ঢাকা মেট্রো-ন-২১-৩১০১ একটি মিনি ট্রাকে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ওই আমবাহী মিনি ট্রাকের ভেতরে সুকৌশলে রাখা ৫০টি পোটলা বের করে। প্রতিটি পোটলাতে ২ কেজি করে মোট (১০০) একশ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় ট্রাক চালক কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের মৃত ইদ্রিস আলী মিয়ার পুত্র আবুল কালাম (২৯), মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের ঋষি পাড়ার মৃত কমল ঋষির পুত্র সুপত ঋষিকে (৩২) গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারকৃতদের ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করাসহ তাদের কাছ থেকে র্যাব সদস্যরা ৩ টি মোবাইল ফোন সেট, ২টি সিমকার্ড, ১ সেট গাড়ীর কাগজপত্র ও আম পরিবহনে ব্যবহৃত ৬৫ পিস খালি ক্যারেট উদ্ধার করে । ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply