ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান হাওলাদার (বাচ্চু) আজ ১৫ মার্চ-২০২১ খ্রীঃ তার পৈত্রিক জমি থেকে বাড়ি করার জন্য ভূমিহীন মনোয়ারা বেগমকে ২ শতাংশ জমিদান করলেন। নলছিটি সাবরেজিস্টার অফিসের মাধ্যমে এ দলিল সম্পাদিত হয়। উক্ত জমিতে নলছিটি থানা পুলিশের মাধ্যমে পুলিশের আইজি মহোদয় একটি বিল্ডিং করে দিবেন। এ দলিল হস্তান্তর করার সময় নলছিটি থানার সাব ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। ভূমিহীন মনোয়ারা বেগমের পক্ষে দলিল গ্রহন করেন তার স্বামী মোঃ শহিদুল ইসলাম। হতদরিদ্র মনোয়ারা বেগম দীর্ঘ দিন হয়বাৎপুর গ্রামের শ্রী বাসুদেব দাসের বাড়িতে অবস্থান করতো।
Leave a Reply