শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

ভারতে মহানবী (সঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে  কয়রায়  ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃ রউফ কয়রা, খুলনা। 
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৩৯ বার পঠিত

সম্প্রতি ভারতের এক টেলিভিশন শোতে বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারনে অভিযুক্ত ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শার্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে খুলনার কয়রায় সম্মিলিত উলামা পরিষদ আমাদী এর আহ্বনে আমাদী হাট প্রাঙ্গণে আজ রবিবার বিকেল ৪ ঘটিকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত উলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও আমাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে  উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওঃ আকরাম হুসাঈন, মুফতী জাফর আমিন, মাওঃ শরীফুল ইসলাম, মুফতী ফয়সাল আহমাদ, মুফতী ইলিয়াস আমিন সহ ওলামা পরিষদের বিভিন্ন সদস্য ও আমাদী ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও খতিবরা  বক্তিতা প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, ভারতে যারা বিশ্ব মানবতার কান্ডারী, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি করেছে তারা মুসলিম জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, কলিজায় আঘাত করে খান খান করে দিয়েছে তাদের কে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দেওয়ার মাধ্যমে এ আগুন নিভানো সম্ভব এবং অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো ও জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তরা।
বৈরী আবহাওয়া ও ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত জনসমাবেশে বিকেল তিনটা হতে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে দল বেঁধে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে হাজির হতে থাকেন ইসলাম ধর্মপ্রান মুসল্লিরা এবং জনস্রোতে পরিনত হয় সম্মিলিত ওলমা পরিষদের সমাবেশ স্থল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + sixteen =

এ জাতীয় আরো খবর..