সম্প্রতি ভারতের এক টেলিভিশন শোতে বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারনে অভিযুক্ত ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শার্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে খুলনার কয়রায় সম্মিলিত উলামা পরিষদ আমাদী এর আহ্বনে আমাদী হাট প্রাঙ্গণে আজ রবিবার বিকেল ৪ ঘটিকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত উলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও আমাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওঃ আকরাম হুসাঈন, মুফতী জাফর আমিন, মাওঃ শরীফুল ইসলাম, মুফতী ফয়সাল আহমাদ, মুফতী ইলিয়াস আমিন সহ ওলামা পরিষদের বিভিন্ন সদস্য ও আমাদী ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও খতিবরা বক্তিতা প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, ভারতে যারা বিশ্ব মানবতার কান্ডারী, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি করেছে তারা মুসলিম জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, কলিজায় আঘাত করে খান খান করে দিয়েছে তাদের কে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দেওয়ার মাধ্যমে এ আগুন নিভানো সম্ভব এবং অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো ও জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তরা।
বৈরী আবহাওয়া ও ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত জনসমাবেশে বিকেল তিনটা হতে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে দল বেঁধে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে হাজির হতে থাকেন ইসলাম ধর্মপ্রান মুসল্লিরা এবং জনস্রোতে পরিনত হয় সম্মিলিত ওলমা পরিষদের সমাবেশ স্থল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply