মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

বয়ষ্ক ও বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে

 জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৪৯৮ বার পঠিত

অনলাইনে আবেদন করে বয়ষ্ক ও বিধবা ভাতার তালিকাভুক্তির পর সেই তালিকা দেখে ১ হাজার করে টাকা অনেকটাই জোর পূর্বক আদায় করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ফেরদৌসি বেগম এবং তার স্বামী মোনায়েমের বিরুদ্ধে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে গত ২রা মে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সামছুদ্দিনের স্ত্রী মোছাঃ রহিমা খাতুন, মৃত কিতাব আলীর ছেলে মোঃ ইজ্জত আলী ও নবী হোসেনের মেয়ে আনোয়ারা খাতুনসহ ভুক্তভূগী আরো অনেকে। অভিযোগ পত্র মারফত জানা যায় যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে গৌরীপুর উপজেলা শতভাগ ভাতার আওতায় আসে অনলাইনের মাধ্যমে আমরা সবাই আবেদন করি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ১.২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফেরদৌসী বেগম ও তার স্বামী মোনায়েম আবেদনের সাথে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিয়ে প্রথমে ১ হাজার টাকা দাবী করে এমনকি তাদের বাড়িতে যাওয়ার কথা বলে পরে কার্ড প্রতি ৩ হাজার টাকা দিতে হবে জানায়। আমরা ছাড়া ও আমাদের গ্রামের আরো ৮-১০ জনের সামনে টাকা দিতে না পারলে লিষ্ট থেকে নাম কেটে দেওয়ার হুমকিও দেন তিনি এবং চেয়ারম্যান এই বিষয়ে কোন ক্ষমতা রাখেনা বলেও তিনি জানান। পরে স্থানীয় গ্রামবাসীর এমন অভিযোগের উপর ভিত্তি করে ইউপি সদস্যের বাড়িতে গতকাল ৩রা মে দুপুরে বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আরো উপস্থিত ছিলেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ অনুভূতি টিভিকে বলেন-অভিযোগ পেয়ে আমি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি ওই ইউপি সদস্য ফেরদৌসি বেগমের বাড়িতে গিয়েছিলাম কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি। তবে অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থ্যা নেওয়ার আশ্বাস প্রদান করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

এ জাতীয় আরো খবর..