মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন

ব্যবসায়ী হাসান হত্যাকারীদের বিচার ও ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধা পৌর পার্কের বন্ধ গেট খুলে শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচী

 আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৮১ বার পঠিত

ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর আয়োজনে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়।

গণঅবস্থান কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শ্রমিক, ছাত্র, যুব, নারী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পূর্ব থেকেই ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর কর্মসূচি নির্ধারিত থাকলেও পৌর পার্কের সকল গেট বন্ধ করে রাখা হয়। এমতাবস্থায় আয়োজকরা নিজেরাই গেটখুলে শহীদ মিনারে ঢুকে যথারীতি কর্মসূচি পালন করে। ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক জনি, গোলাম মারুফ মনা, কাজী আবু রাহেন শফিউল্লাহ, মঞ্জুর রহমান মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, অধ্যাপিকা রোকেয়া খাতুন প্রমুখ। ৪ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, সদর থানার ওসিকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ। গণঅবস্থান শেষে ৩১ মে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য; গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 8 =

এ জাতীয় আরো খবর..