বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন

“বোরো ধানে ব্লাস্টের প্রকোপ চরম হুমকির মুখে কৃষক”

 এ আর রাজু,পঞ্চগড়
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৮১৬ বার পঠিত

চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও সস্তিতে নেই পঞ্চগড়ের বোরো চাষীরা। সম্প্রতি উত্তরবঙ্গের জেলাগুলোতে বোরো ধানের ছত্রাক জনিত রোগ ব্লাস্টের প্রকোপ আকার ধারন করেছে। বিশেষ করে এ রোগটি ব্রি-২৮ জাতের ধানে বেশি লক্ষিত হচ্ছে। এ রোগের লক্ষণ প্রকাশের দুই একদিনের মধ্যে পুরো ফসলের মাঠ শুকিয়ে সাদা হয়ে আসে। শীষের ধান পরিপক্ব হওয়ার আগেই শীষের গোড়ায় পচন ধরে এবং দ্রুতই অপরিপক্ক ধান সাদা হয়ে যায়।ফলে অপরপক্ক ধান চিটায় পরিনত হয়। কৃষিবিদরা এ রোগকে নেক ব্লাস্ট বলে আখ্যায়িত করেন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নানান ধরনের ছত্রাক নাশক ব্যাবহারের পরামর্শ দিলেও এসব ছত্রাক নাশক ব্যাবহারেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান তৃণমূলের কৃষকেরা। রোগটি নিয়ন্ত্রণে আনা না গেলে পথে বসার আশঙ্কা অনেক সাধারণ কৃষকের। তবে কেউ কেউ ধানের শীষ বের হওয়ার আগে এবং পরে একাধিকবার মেনকোজেব গ্রুপের ছত্রাক নাশক (যা সাধারণ ভাবে শীতকাটা নামে পরিচিত) ব্যাবহার করে সুফল পেয়েছেন বলে জানান। ধানের এমন মরণ ব্যাধি থেকে সুরক্ষিত থাকুক কৃষিজীবী মানুষ এমন প্রত্যাশা সকলের।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

এ জাতীয় আরো খবর..