বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

বিশ্ব নবী কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়রায় বিক্ষোভও সমাবেশ। 

মোঃ রউফ কয়রা, খুলনা। 
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৭৪ বার পঠিত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে খুলনায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩ টায় দেয়াড়া বাজার থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হয়ে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রদিক্ষন শেষে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। ‘মহারাজপুর ইউনিয়নের রাসুল প্রেমী তাওহিদী জনতা’ এর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কয়রার সকল স্তরের জনতার উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রবিউল হোসেন। গোলাম কিবরিয়ার পরিচালনায় এসময় বক্তৃতা করেন প্রভাষক মো. নজরুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, মোঃ আব্দুল হাকিম, হাফেজ আকরাম হোসেন, রাসেল হোসেন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কটূক্তি ও চরম মিথ্যাচার করেছে। তাকে কারাগারে পাঠালেও এর শাস্তি হবে না। রসুলের (স.) অপমানকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড। এ ধরণের শাস্তি হলে আর কেউ দুঃসাহস দেখাতো না। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে সকল ভারতীয় পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে বলেন, মুসলিম ব্যবসায়ীরা ভারতীয় পণ্য আমদানী করবেন না। আর এটাই হচ্ছে ঈমানের দাবি। আর আমরা যদি, এখন ভারতীয় পন্য বর্জন করে এই জিহাদ করতে না পারি তাহলে মিছিল-সমাবেশ করে কোন লাভ নেই। এ ছাড়া কয়রার প্রত্যন্ত জনপদে এ ধরনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

এ জাতীয় আরো খবর..