বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও জাতিরজনক ব্ঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এবার বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব হচ্ছে গাইবান্ধায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুযা শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গাইবান্ধা (পুনাগ) নামের এই সংগঠন আলপনা উৎসব শুরু করেছে। বৃহম্পতিবার (১৮ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হয়ে ২৪ ঘন্টায় ১ হাজার গ্যালন রং আর তুলির আঁচড়ে গাইবান্ধার থেকে বাদিয়াখালী সড়কে দশ কিলোমিটার জুড়ে এই আলপনা অংশ নিয়েছে সহাস্রাধিক শিক্ষার্র্থী। বিশ্বের ইতিহাসে এতবড় আলপনা উৎসব এরআগে কোথাও হয়নি বলে দাবী এই সংগঠকের। এ কারণে এই আলপনা মধ্যে গ্রিনেসবুকে স্থান করে নিতে চায় পুনাগ নামের গাইবান্ধার এই সংগঠনটি।
Leave a Reply