বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ক্রান্তিকালের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্মক কঠোর লকডাউনের দ্বিতীয়দিন গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভাইরাস সংক্রোমণ মোকাবেলার অংশ হিসেবে উপজেলার সর্বত্র জনসচেতনাসহ সরকারি স্বাস্থবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সার্বজনীন জনস্বার্থে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দ্বিতীয় দফায় লকডাউনের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনভর পৌরশহরের কালীবাড়ী বাজার ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাট-বাজার এলাকার কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মুখে মাস্ক না পড়া এবং সরকারি স্বাস্থবিধি অনুসরণ না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক ৪ মামলায় ৭ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে অভিযানে এসময় আইনশৃঙ্খলা নিরাপত্তা সহায়তায় ছিলেন থানার এসআই বেল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
Leave a Reply