বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

বিরলে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩।

দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩০ বার পঠিত

দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে ট্রাক চাপায় ০৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- ১৮-৭৯০২ নং ট্রাকের সাথে ১৫০ সিসি টিভিএস এ্যাপাচী লাল রংয়ের মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী ০৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন একই ইউপি’র ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেন এর পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন (৩০) এর পুত্র মামুন হোসেন ও মোজাম এর পুত্র আনোয়ার (৩০)। ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশন এর যৌথ সহযোগিতায় থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। রাতে এ রিপোর্ট লেখাকালীন ট্রাক ও মোটরসাইকেল ঘটনাস্থলেই ছিল এবং লাশ নিহতদের বাড়ীতে পৌঁছেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =

এ জাতীয় আরো খবর..