মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিধি-নিষেধ অমান্য করায় কেশবপুরের ব্যবসায়ীসহ ১০ ব্যক্তিকে অর্থদন্ড।

উজ্জল অধিকারী, কেশবপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৯৯ বার পঠিত

 কেশবপুরে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্যকারী ব্যক্তিদের অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ টি মামলার বিপরীতে ১০ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করার অপরাধে ব্রহ্মকাটি এলাকার আব্দুল লতিফকে ২ হাজার টাকা, সাবদিয়া এলাকার অরুন কুমার পালকে ১ হাজার টাকা, আলামিনকে ২০০ টাকা অর্থদন্ড করা হয়। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করার অপরাধে উপজেলার পাঁজিয়া এলাকার মান্নানকে ২০০ টাকা, শাহীন আলমকে ৫০০ টাকা, আতিয়ার রহমানকে ৫০০ টাকা, কেশবপুর এলাকার কালিপদকে ২০০ টাকা, রবিন দাসকে ২০০ টাকা, লিটনকে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। একই অভিযানে বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে মিষ্টির দোকানের মালিক বাহারুলকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সর্বমোট ১০ মামলার বিপরীতে ১০ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত টিম, কেশবপুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

এ জাতীয় আরো খবর..