নতুন করে আক্রান্ত এক শত পঁচিশ জন, মোট আক্রান্ত তিন হাজার এক শত একষট্টি জন।
নওগাঁয় গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জনই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছাপান্ন জন।এদিকে এই চব্বিশ ঘন্টায় নতুন করে একশত পঁচিশ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের পরিমান হলো তিন হাজার এক শ’ একষট্টি জন।এসময়ে মোট পাঁচ শ’ তিয়াত্তর ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে।তাদের মধ্যে নওগাঁ সদর হাসপাতালে এন্টিজেন পরীক্ষায় দুই শত বাষট্টি জনের মধ্যে আক্রান্ত বাষট্টি জন,বগুড়ার টিএমএসএস হাসপাতালে তিন জনের মধ্যে তিন জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজে ভাইরাস শনাক্ত হয়েছে। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার একুশ দশমিক একাশি শতাংশ। নওগাঁর সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন গত মঙ্গলবার সকাল আট টা থেকে বুধবার সকাল আট টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মৃত্যু এবং আক্রান্তের এই ফলাফল পাওয়া গেছে। উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমান হলো সদর উপজেলায় ষোল জন, রানীনগর উপজেলায় দশ জন, আত্রাই উপজেলায় চার জন, মহাদেবপুর উপজেলায় চৌদ্দ জন, মান্দা উপজেলায় দশ জন, বদলগাছি উপজেলায় নয় জন, পত্নীতলা উপজেলায় চার জন, ধামইরহাট উপজেলায় পাঁচ জন, নিয়ামতপুর উপজেলায় ছাব্বিশ জন, সাপাহার উপজেলায় বারো জন এবং পোরশা উপজেলায় পনের জন। এ সময় সুস্থ্য হয়েছেন পঞ্চান্ন জন এবং এ পযন্ত সবর্মোট সুস্থ্য হয়েছেন দুই হাজার দুই শত বাষট্টি জন । সুস্থ্য হওয়ার পর আক্রান্তদের মধ্যে তেতাল্লিশ জন রোগী জেলার সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত চব্বিশ ঘন্টায় নতুন করে জেলায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে দুই শত পনের জনকে। এই চব্বিশ ঘন্টায় কোয়ারেইনটাইন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে নিরা নব্বই জনকে। বর্তমানে ঊন সত্তর জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইনটাইন সহ মোট দুই হাজার তিন শত সাতাত্তর ব্যক্তি কোয়ারেনটাইনে রয়েছেন।
Leave a Reply