বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কি খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়েই দিতে চায়, নাকি তিনি পালাতে চান। আজ রোববার রাজধানীর বনানীতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের একটি আয়োজনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে বিশ্বমানের কিছু হাসপাতাল আছে এবং এ দেশে ভালো চিকিৎসা হয়। দেশে লক্ষ কোটি মানুষের চিকিৎসা হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার পেটব্যথার জন্য, হাঁটুব্যথার জন্য কেন বিদেশ পাঠাতে হবে? কথায় কথায় বিদেশে পাঠানোর কথা।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্দেশ্য রাজনৈতিক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চায় তিনি অসুস্থই থাকুন, তাহলে বিদেশে পাঠানোর দাবি তোলা যাবে। এ ছাড়া তিনি খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেন।
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির গণ–অনশন কর্মসূচির স্থানে আশপাশের দোকানগুলোতে ভালো বেচাবিক্রি হয়েছে বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি আরও বলেন, সেখানে রাজনীতিতে গুরুত্বহীন অনেকেই গিয়ে বক্তব্য দিয়েছেন নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য।
সূএ,প্রথমআলো
Leave a Reply