কচুয়া উপজেলার বারৈয়ারা জাতীয় ঈদগাহ মাঠে,বারৈয়ারা দারুল উলূম নূরাণীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা নেহাল আহম্মেদ আতিকী সাহেব জৈনপুরী, প্রধান বক্তাঃবাইতুল মামুর জামে মসজিদের খতিব আশুলিয়া ঢাকা ও ইসলামি বিভাগ আরটিভি পরিচালক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রাহমানী। বিশেষ বক্তাঃহযরত মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদী কুয়াকাটা।
মাহফিলে ওয়াজিনে কেরাম আলহাজ্ব হযরত মাওলানা আবু হানিফ মুহতামিম খন্দকার কান্দি জামিয়া রহমানিয়া মাদ্রাসা,মাওলানা আবুল হোসাইন সাহেব রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা ও হযরত মাওলানা ক্বারী ওয়ালী উল্লাহ আনসারী সহ দেশবরেন্য ওলামায়ে কেরামগন বয়ান পেশ করেন।
মাহফিলে প্রধান অতিথিঃজনাব এ্যাডভোকেট হাজী আব্দুল মালেক তালুকদার ও বিশেষ অতিথিঃ২নং পাথৈর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান জুয়েল সহ এ সময় উপস্তিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃমজিবুর রহমান প্রধান,জনাব মোঃআলী আক্কাস মোল্লা,জনাব মোঃকামাল পারভেজ,জনাব হাজী মোঃআবুল খায়ের প্রধান প্রমুখ।
উপস্তিত দাওয়াতী মেহমানগন দেশবাসী সকলের নিকট দোয়া চান এবং অত্র মাদ্রাসাটির উন্নয়ন মূলক কাজে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান।
পরিশেষে মাহফিলের কাজ আখেরী মোনাজাত ও দোয়ার মাধ্যমে শেষ করা হয়।
Leave a Reply