বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

বাংলা সাহিত্যের একমাত্র প্লানচেট লেখক

অনুভূতি অনলাইন ডেক্স।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০২ বার পঠিত

বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক প্রয়াত কিংবদন্তী হুমায়ূন আহমেদ কর্তৃক প্রশংসিত, কাপ্তান নূরের প্রতিটি গল্পের শেষে রয়েছে দারুন চমক। এছাড়া ‘কে সেই ধর্ষক’ কাহিনী তিনি চিত্রায়ণ করতে চেয়েছিলেন।

বাংলা সাহিত্যের একমাত্র প্লানচেট লেখক সর্বমোট ১৫টি বই, ১টি কবিতা, ৭টি প্লানচেট ভিত্তিক কাহিনী ও ৭টি অসাধারণ প্রেমের উপন্যাস এবং গল্প লিখেছেন।

ডাক নাম কাপ্তান নূর, মুল নাম : ক্যাপ্টেন এ. বি. এম. নুরুদ্দিন, বর্ষীয়মান কবি ও লেখক, বয়স ৮৬, জন্ম ০৬/০১/১৯৩৫ ইং তিনি ঝিনাইদহ জেলার প্রথম কমিশন্ড অফিসার হয়ে সামরিক বাহিনী এবং সিভিল সার্ভিসে উচ্চ পদে ৩২ বৎসর দেশ সেবায় নিয়োজিত ছিলেন।

আসম আব্দুর রব সহ অন্যান্য বিশিষ্টজনদের সহায়তায় ৭৩’ এর জিয়াকে যখন সামরিক বাহিনী থেকে অবসর দিয়ে বেলজিয়ামে রাষ্ট্রদূত করার আদেশ জারি হয়, তখন এই অধম তার এক পরিক্রমশালী ভায়রা এবং শেখ মনি, তোফায়েল গংদের সহায়তায় উক্ত আদেশ রহিম করাতে সক্ষম হয়। ফলে ৭৫’ এ জিয়ার নেপথ্য পরিচালনায় বঙ্গবন্ধু হত্যা এবং পরবর্তীতে বিএনপি সৃষ্টি করা সম্ভবপর হয়।

লেখক ক্যাপ্টেন এ. বি. এম. নুরুদ্দিন এর পিতা মোঃ ইজ্জতুল্লা, প্রথম মুসলিম গ্র্যাজুয়েট, ঝিনাইদহ জেলা, সহর্ধমিনী হেলেন, ৫৬ বছরের জীবন সাথী, ২০১৭ ইং সালে না ফেরার দেশে চলে যান। ১ পুত্র বিপ্লব, ২ কন্যা অজন্তা, ইলোরা। নাতি নাতনী ৬ জন (ফাহিম, ফাতিন, আলভী, জেনিন, পিয়ান্তি ও মৃদুল) । উল্লেখ ফাহিম এ লেভেল ও লেভেল টপ পজিশন পায়। বর্তমানে নিউ ইয়র্কের কলম্বিয়া ভার্সিটিতে পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 6 =

এ জাতীয় আরো খবর..