বাংলাদেশ দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর থেকে আমাদের সংবাদদাতা মোঃ রনি মিয়া জানান, বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় জগন্নাথপুর সাবরেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনের মোহরীর বারে, এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীণ দলিল লেখক আব্দুল কাদির চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দলিল লেখক আবুল ফজলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি ও সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাহজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক প্রবীণ ডিডরাইটার শহীদ সরোয়ার, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের দলিল লেখক আলহাজ্ব বজলুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সুহেল আহমদ, কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠন নেতা প্রদীপ পাল নিতাই।
এ সময় তিনি বলেন, দলিল লেখকরা তাদের যোগ্যতা ও মানুষের ভালবাসা নিয়ে এ পেশার সম্মানকে অক্ষুন্ন রাখবে এটা আমার বিশ্বাস। পেশাটি মানব সেবার অংশ বলে আমি মনে করি। গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন, গনতান্ত্রিক রাষ্ট্রে এটা উত্তম পন্থা।
তিনি সংগঠনের সফলতা কামনা করে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
জানান।
Leave a Reply