বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন

“বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম ,
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৯ বার পঠিত

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গ‌ুন ১৩৫৮) এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে রাজপথে মিছিল বের করে ছাত্ররা। এমন সময় নরগোষ্ঠী পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশনায় বাংলা ভাষা প্রেমিদের মিছিলের উপর নির্মমভাবে গুলি চালায়। আর সেই গুলি সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও নাম না জানা অনেকে শহীদ হয়। শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। পৃথিবীর বুকে প্রথম বাঙালি জাতি ভাষায় জন্য বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছে। ২০১৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার সাথে সারা বিশ্বে এ দিবস পালন করা হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়। ২০০০ সালে প্রথম বিশ্বের ১৮৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তার পর থেকে দেশে এবং দেশের বাইরে এই দিনের ভাষা দিবস হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের ১৮৮ টি দেশের মতো বাংলাদেশের প্রতিটি এলাকায় পালন করা হচ্ছে এই দিনকে। সেই সাথে “বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় এলাকায় শহীদ মিনারে ভোর ছয়টা পুষ্পস্তবক অর্পণ ও আন্তর্জাতিক দিবস পালন করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক ও জামালপুর জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম , জেলা কমিটির সদস্য মো. এনামুল, তুহিন, সামিল ইসলাম সদর উপজেলা কমিটি সদস্য সচিব আনিসুল হক সদস্য মিজানুর রহমানসহ জেলার সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =

এ জাতীয় আরো খবর..