এ্যাডঃ শীলা বসু (এ.জি.পি)
বিধ্বস্ত মিছিল!
আত্মার চিৎকার!
বাঁচার আকুতি!
বাঁচানোর তাগিদ!
সমস্বরে- অক্সিজেন!
অক্সিজেন!
বিদ্যা,বুদ্ধি, চিকিৎসা শক্তি, বিরামহীন ছাই!
সাহস জাগ্রত! ধর্ম,বর্ণ,অশুচি,পূণ্য একাত্মে,একাকার!
বাঁচার আকুতি!
বাঁচানোর তাগিদ!
দম বন্ধ!
আহাজারি!
ধোঁয়ার কুণ্ডলী!
পোড়া গন্ধ!
দাহের আকুতি!
শেষকৃত্যের তাগিদ!
সমস্বরে – আগুন!আগুন!
মহা বিপর্যয়!
প্রাণ সংকট!
সর্বাত্মক প্রার্থনা!
বাঁচার আকুতি!
বাঁচানোর তাগিদ!
সমস্বরে – রক্ষা করো!
রক্ষা করো!
Leave a Reply