১৪ ই জানুয়ারি বৃহস্পতিবার রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন এঁর বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক দিন ব্যাপি ক্রিকেট টুর্নামেন্ট এঁর আয়োজন করে বসন্তকেদার তরুণ সংঘ। উক্ত টুর্নামেন্ট এঁর শুভ উদ্বোধন করেন মৌগাছি ইউনিয়ন পরিষদের এঁর চেয়ারম্যান আল আমিন বিশ্বাস । উক্ত টুর্নামেন্ট এ ৮ টি দল অংশ নেই। টুর্নামেন্ট এঁর সভাপতিত্ব করেন নাইম রানা। টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন পরিষদের এঁর চেয়ারম্যান আল আমিন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজিলুর সরকার সভাপতি বসন্তকেদার উচ্চ বিদ্যালয় এছাড়াও অএ ওয়াডের মেম্বার মেজর আলি বিশ্বাস বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও বসন্তকেদার বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর এ আলম সিদ্দিকী । উক্ত টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হয় বেড়াবাড়ি সেন্টাল ক্লাব ও রানার আপ বসন্তকেদার বুমবুম বাদসা । টুর্নামেন্ট এঁর বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আল আমিন বিশ্বাস চেয়ারম্যান মৌগাছি ইউনিয়ন পরিষদ।
Leave a Reply