সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

বরকলের সুভলং বাজারে অগ্নিনির্বাপণের পাইপসহ যাবতীয় দ্রব্যাদি বিতরন করেন সবির কুমার চাকমা

আরিফুল ইসলাম,রাঙ্গামাটি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

আজ ২২শে এপ্রিল রোজ বৃহষ্পতিবার রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা কতৃক বরকল উপজেলাধীন সুবলং বাজারে অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যাদির বিতরন করা হয়।দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত উক্ত বাজারটিতে প্রায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।রাঙ্গামাটি সদরের সাথে কোনরকম সড়ক যোগাযোগব্যবস্থা না থাকার দরুন ফায়ারসার্ভিস সুবিধা থেকে পুরোপুরো বঞ্চিত অত্র বাজারটি।উক্ত বাজারটি বরকল,জুরাইছড়ি,লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথে যাতায়াতকারীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় বাজার সমিতি থেকে জানা যায়।জননেতা জনাব সবির কুমার চাকমা উক্ত বাজারটিকে অগ্নিকান্ডে সংগঠিত ভায়াবহ দুর্ঘটনা হতে বাঁচাতে ১ হাজার ফুট পাইপ, ১০জোড়া বুট, ১০টি হেল্ডমেট, ১০টি ইউনিফরম সরবারাহ করেছেন। এ বিষয়ে সবির কুমার চাকমা জানান,বাজারটি অত্র রাঙ্গামাটি জেলার তিন উপজেলার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তাছাড়া প্রতিবছর এখানে অনেকে পর্যটকমহলের আগমন ঘটে।অত্র জেলার অর্থনৈতিক বিকাশেও এই বাজারটির অবদান রয়েছে।তাই উক্ত বাজারটিতে বিগত সময়ের মত অগ্নিকান্ডে বড় কোন ক্ষতির সম্মুখীন যাতে হতে না হয় সেজন্য জেলা পরিষদ কতৃক অগ্নিনির্বাপণের যাবতীয় দ্রবাদি সরবারাহ করা হয়েছে। এসময় উক্ত বাজার কমিটির সভাপতি আবুল কালাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পবিত্র চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =

এ জাতীয় আরো খবর..