আজ ৮ই জুলাই রোজ বুধবার বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৫৫০টি অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার উপস্থিতিতে উক্ত প্রণোদনার টাকা বিতরন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, ভুষনছড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন,প্যানেল চেয়ারম্যান মো আব্দুস ছবুর তালুকদার,ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার,রুহুল আমিন,আবু সাইদ মেম্বার, মমতাজ মেম্বার,ভুষনছড়া ফারুখ ই আযম দাখিল মাদ্রাশার অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলালসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিগন। এসময় তিনি বলেন,অর্থ বিতরণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের প্রচলিত নিয়মাদি মেনে চলার জন্য সচেতন করেন এবং স্বাস্থ্যবিধী না মানার কারনে ভুষনছড়া বাজারের ৬ টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৯০০টাকা জড়িমানা করেন।
Leave a Reply