খুলনা জেলার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী বেলা ১১ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। কয়রা আবহাওয়া অফিস থেকে দেয়াড়া হারুন গাজীর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার স্থান নির্ধারন করা হয়। বঙ্গবন্ধু ম্যারাথনে লোগো সম্বলিত জার্সি পরে রেজিস্ট্রেশন কৃত প্রতিযোগিরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগির মধ্যে আব্দুর রহমান মোড়ল প্রথম,আবু হাসান দ্বিতীয় ও মোহাম্মদ আলী তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলুর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম, কপোতাক্ষ অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচ,এম নজরুল ইসলাম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক খায়রুল আলম, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান (আশিক), মানব কল্যান ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ।
Leave a Reply