১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর স্বদেশ প্রত্যাবতন দিবস। এই দিনটাকে উদযাপন করতে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন এর বেলগাছি লাইব্রেরি ও পাঠক ক্লাবের উদ্দগে একটি ব্যাডমিন্টন টুনামেন্ট এর আয়োজন করা হয়। উক্ত টুনামেন্ট এ ৮ টি টিম অংশ নেয় । টুনামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান আল আমিন বিশ্বাস।
উক্ত টুনামেন্ট কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু করা হয় ।কোরআন তেলওয়াত করেন জনাব মাঈনুল ইসলাম বেলালি ।উক্ত টুনামেন্ট এ সভাপতিত্ব করেন মৌগাছি ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান ও টুনামেন্ট এর শুভ উদ্বোধন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর সবুর মাষ্টার সভাপতি মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগ আরো উপস্থিত ছিলেন খন্দকার মমিতুজ্জামান সদস্য মোহনপুর উপজেলা আওয়ামী লীগ মাঈনুল ইসলাম মোহনপুর উপজেলা যুবলীগ মোসাঃ নুরফন বেগম সদস্য ২ নং ওয়াড মৌগাছি ইউনিয়ন পরিষদ । আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবরগ গন ।
Leave a Reply