বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ এ পাইকপাড়ায় দঃ ইউনিয়নে দোকানদার নেছার আহমেদকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে মহসীনের সহযোগী বাসার আটক।

অনুভূতি টিভি ডেস্ক।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৬০ বার পঠিত

ফরিদগঞ্জে পাইকপাড়া দঃ ইউনিয়নে ০৬ নং ওয়ার্ড দঃ রামদাসেরবাগ গ্রামের আইলের বাড়ির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে নেছার আহমেদ। কয়েক মাস যাবত একই গ্রামের বাসিন্দা বেপারি বাড়ির সেকান্তর বেপারীর ছেলে মাদক সেবী ও বিক্রেতা মহসীন বেপারীর সাথে অজ্ঞাত কারনে গায়ে পড়ে এসে ঝগড়া করার মত ঘটনা চলছে। গত ০৬ ই মার্চ বিকাল ২.৩০ ঘটিকার সময় মহসীন বেপারী নেছার আহমেদের দোকানে এসে গালমন্দ ও হুমকি প্রদর্শন করে বলে সুযোগ মত পাইলে প্রানে মেরে ফেলবে এমনকি মাদক দিয়ে ধরাইয়া দিবে। প্রত্যক্ষদর্শীরা জানান গত ০৯ ই মার্চ মহসীনের সহযোগী সাহাপুরের বাসিন্দা আবুল বাসার নেছারের দোকানে এসে মাদক রাখিয়া নেছারকে ফাঁসানোর চেষ্টাকালে স্হানীয় লোকজন মুক্তিযুদ্ধা দুলাল পাটওয়ারীসহ লোকজন থানায় খবর দিলে এস আই নাছির সহ সঙ্গীয় ফোর্স এসে আবুল বাসারকে মাদক সহ আটক করে থানায় নিয়া যায় এবং নিয়মিত মামলা দিয়ে কোর্টে প্রেরণ করে। এদিকে নিরীহ নেছার আহমেদ শেষ খবর পাওয়া পর্যন্ত ফরিদগন্জ থানায় বাদী হয়ে মহসীনকে বিবাদী করে একটি সাধারন ডায়েরি দাখিল করেন যাহার নং ৪৮৭ তাং ১০/০৩/২০২১। বাদী নেছার আহমেদ জানান মাদকসেবীর হাত থেকে প্রাণ রক্ষার জন্য আইনের আশ্রয় নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =

এ জাতীয় আরো খবর..