বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রেমিক প্রেমিকার ভালো বাসায় নির্জন স্থানে বিষপান।

এইচ এম মোশারেফ হোসেন সুজন। স্টাফ রিপোর্টার/
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৬১১ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজিব (১৭) ও রাবেয়া (১৫) নামের প্রেমিক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে ব‌লে অভিযোগ পাওয়া গে‌ছে।

১২/১/২১ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়। প্রেমিক রাজিব রাঙ্গাবালীর বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে। প্রেমিকা রাবেয়া একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে। তার দুইজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে নেবে না বলে জানিয়ে দেয়। সন্ধ্যার পর তার দুজনেই মেয়ের বাড়ির কাছের নির্জন স্থানে বসে বিষপান করে। পরে তারা দুজনে অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান জানান, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eleven =

এ জাতীয় আরো খবর..