প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদুল আজহা উপলক্ষে অসহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করেন পটুয়াখালী জেলার সদর উপজেলার বদর পুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃনাসির খাঁন । হতদরিদ্রের মাঝে চাল নিজেই বস্তা বেধে হাতে তুলে দিলেন । ১৭জুলাই শনিবার সকাল থেকে বদর পুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল ১০ কেজি করে খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন, এ্যড,মোঃগোলাম সারোয়ার চেয়ারম্যান সদর উপজেলা পটুয়াখালী। বিশেষ অতিথি ছিলেন, মোঃ সোহেল, ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ পটুয়াখালী ও আরো উপস্থিত ছিলেন উপজেলা নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাসির খাঁন অনুভূতি টিভি প্রতিবেদককে জানান, আমাকে জনগণ ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদে আসার সুযোগ করে দিয়েছেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। আমি কথা দিলাম আমি বদর পুর ইউনিয়ন বাসির সুখে-দুখে সবসময় পাশে থাকবো, ঝুঁকি নিয়ে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাবো মাঠে, মহামারীর এই সময় তৃর্ণমূল পর্যায়ে করোনামুক্ত রাখতে যত কঠিন দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকবো। সরকারের যে নির্দেশনা তা সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্য অনবরত কাজ করে যাব। আমরা সরকারের একটা অংশ, আমরা ভালো কাজ করলে সরকারের সুনাম হবে।আমি আমার জীবন দিয়ে হলেও তাদের মাঝে কাজ করে যাবো, জনগনের ন্যায্য পাওনা ঘরে ঘরে পৌঁছে দেবো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো, আমি এটাই বলবো যেকোন কাজের জন্য দালাল বা কোন মাধ্যম নিয়ে আসবেন না সরাসরি আমার কাছে আসবেন। কারো কাছে কোন কাজের জন্য টাকা প্রদান করবেন না কোনো কাজে এই ইউনিয়ন পরিষদে টাকা লাগবেনা বিধবা ভাতা,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরের জন্য এ অনুরোধ রইলো। তিনি ঈদুল আজহা উপলক্ষে বলেন, ‘আমাদের কোরবানি ঈদে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মাস্ক বিহীন চলবোনা। আপনি বাঁচুন পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা সবাই কোরবানির গরু জবাই করবো দূরত্ব বজায় রেখে। গরুর রক্ত ও ময়লা মাটিতে পুতে রাখবো।’ এমন আশা ব্যক্ত করে মহামারি করোনা বিস্তাররোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply