রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

প্রথমবার আইওরার চেয়ারম্যান হলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩-জাতি জোটের চেয়ারম্যান হলো বাংলাদেশ। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

আইওরার ২১তম সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৭ নভেম্বর থেকে ঢাকায় আইওরার ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

খুরশেদ আলম বলেন, আইওরার সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে। আগামী দুই বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে।

সম্মেলনে রাশিয়া আইওরার ১০ম ডায়ালগ পার্টনার নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি।

সূএ,যুগান্তর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

এ জাতীয় আরো খবর..